অনেক অনেক দিন আগের কথা।
এক ছিল গ্রাম।সেই গ্রামে বাস করত এক দুষ্টু ছেলে। একটি বৃষ্টির দিন। সে দিন সবাই ঘরে ছিল। কিন্তু সেই দুষ্টু ছেলেটি খেলছিল।
হঠাত অন্ধকার হয়ে গেল। সে পথ খুজে পেল না। সে জঙ্গলে হারিয়ে গেল। হঠাত বিজলি পড়ল। সে দৌড়াতে লাগল। সে হোচট খেল।
তার মনে হলো পিছনে কে যেন তাকে ডাকছে।
কিন্তু ভয়ে সে পিছনে তাকাতে পাড়ছে না।
মনে মনে সে শুধু আল্লাকে ডাকছিল।
হঠাত মাটি নড়ে উঠল। আবার বিজলি পড়ল।সে দেখল সে একটি অজগরের পিঠেএএএ।সে তাকে খেয়ে ফেলল।
No comments:
Post a Comment