অনেক অনেক দিন আগের কথা। এক ছিল দুষ্টু চোর বেজী। সে মানুষের জিনিস চুরি করত। মাটি থেকে বের হয়ে চুরি করত এবং পালাত।সবাই পাগল হয়ে গেছে ওর চিন্তায়। তারপর ''Little Junior Team(LJT)" বেজীকে মারতে চলল।
কিন্তু বেজিকে মারা কি এত সহজ কাজ? বেজি মারা তো পরের কথা তারা কিছুতেই বেজিকে খুজেঁ পাচ্ছে না।
LJT টিমের সবচেয়ে ছোট্ট সদস্য রাহা। খুবই বিচক্ষণ এবং সাহসী। যে কোন কঠিণ সমস্যার সমাধান করা তার জন্য খুবই সাধারণ ব্যাপার।
সে একটি বুদ্ধি বের করল। সে সদস্যদের ডাকল। কিছু ফিসফিস করল।
শুরু হল কাজ।কেউ কেউ বেজীর গর্তে আগুন ধরাল। আর কিছু লোক ওপর গর্তে থলে নিয়ে বসে থাকল। এভাবে রাহার বুদ্ধিতে সব বেজী ধরা ধড়া পড়ল।
Sunday, September 11, 2016
বেজীর গল্প।
Labels:
story
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment