আম্মা বলে বই পরতে
আব্বু বলে কোরান।
তখন আমার ইচ্ছে করে
দিতে জোরে দৌড়ান ।
পড়ার কথা শুনলে আমার
মনে আসে ভয়,
দিন রাত পড়া লেখা
কেন করতে হয়?
কার্টুন, খেলা, ট্যাব নিয়ে
কাটুক সারা বেলা,
পড়ালেখায় চলবে এবার
সারাটা দিন হেলা।
বাবা, মা সবাই পচা
আমি শুধু ভালু,
বড় হলে সারাটা দিন
খাবো শুধু আলু।
No comments:
Post a Comment