অনেক অনেক দিন আগেকার কথা। এক বিধবা তার একমাত্র ছেলে, জ্যাকএর সাথে বাস করত। তাদের কোনো টাকা ছিল না এবং বিধবার অনেক কষ্টে ওকে খাবার যোগাড় করত।
প্রতিদিন তার মা তাকে বলত, "তোমার একটি কাজ খোজা উচিৎ"।আর সে প্রতিদিন বলত, "কালকে খুজে নিব"।
একদিন তার মা তাকে বলল,"তুমি আমাদের গরুটি নিয়ে গিয়ে বিক্রি কর"।
No comments:
Post a Comment