আল্লাহ তোমার কাছে চাই পানাহ
মাপ করো মোর গুনাহ।
এ আকাশ তোমারি
এ সাগর তোমারি
তোমার আছে সব জানা।
তোমার কাছে চাই পানাহ।।
তোমার করুণার নেই কোনো শেষ,
তোমার রহমতে ছেয়ে আছে দেশ।
তুমিই মালিক,
তুমিই খালিক,
তোমার কাছেই শেষ ঠিকানা।
মাপ করো মোর গুনাহ।
মাপ করো মোর গুনাহ।
তোমার কাছে চাই পানাহ।
মাপ করো মোর গুনাহ।
আল্লাহ তোমার কাছে চাই পানাহ,
মাপ করো মোর গুনাহ।
No comments:
Post a Comment