Friday, September 23, 2016

এক ছিল

এক ছিল রাজা?
না হলো না। রাজা না।
তাহলে কি?
এক ছিল গম। ছোট্ট গম। তাকে একদিন একটি ছোট্ট ছেলে মাটিতে পুতে রাখল। কেউ যাতে খুঁজে না পায়।
মাটিতে তার খুব ভালো লাগছিল। মনে হলো এটাই তার ঘর। সে শান্তিতে সেখানে ঘুমিয়ে পড়ল। অনেক দিন তার ঘুম ভাংগে না। একদিন অনেক বৃষ্টি হলো। তার নাকে মুখে অনেক পানি ঢুকল। তার ঘরে আর থাকার পরিবেশ নেই। সে গা মোচড় দিয়ে উটে দাঁড়ানোর চেষ্টা করল।
ওমা! এক কি হলো তার।
তার দু পাশে দুটি হাত।
মাটি থেকে সে একটু উঁকি দিয়ে দেখল।
ওমা! কি সুন্দর পৃথিবী!
গমটি উটে একটি দৌঁড় দিয়ে চাইল।
একি! তার একি অবস্থা হলো। সে কিছুতেই মাটি ছেড়ে উটতে পারছে না কেন?
মনে হলো কে যেন তাকে মাটিতে আটকে রেখেছে।
এই কে আমার পা ধরে রেখেছিস? পা ছাড় বললাম। আমার একটু দৌঁড়াতে হবে।
তোমায় আর ছাড়ছিনে বাপু। আমার হাত থেকে নিস্তার পাওয়া এত কি সহজ?
তোমাকে আটকে রাখব বহুদিন।

No comments:

Post a Comment